ধনু নদে অবৈধ বালু উত্তোলন রোধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
শনিবার (১২ জুলাই) সকাল থেকে দিনব্যাপী ধনু নদের নেত্রকোনার খালিয়াজুরী ও কিশোরগঞ্জের ইটনা এলাকায় অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
রোববার (১৩ জুলাই) খালিয়াজুরী সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, ইটনা উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিকসহ সেনাবাহিনী, থানা পুলিশ ও নৌ-পুলিশ সদস্যরা অংশ নেন।
তবে অভিযানের খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা তাদের ডেজার মেশিন বিভিন্ন জায়গায় লুকিয়ে ফেলে। শেষে বিকেল ৩টার দিকে ইটনা উপজেলার ধনপুর বাজার সংলগ্ন ধনু নদে একটি বৃহদাকৃতির ড্রেজার মেশিন পাওয়া যায়। অভিযান টের পেয়ে ড্রেজার মেশিনটি ফেলে চালকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে এটি জব্দ করা হয়।।
খালিয়াজুরী সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারী ডেজার জব্দে ওইদিন ব্যাপক অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে অনেকেই ড্রেজার মেশিন লুকিয়ে ফেলে। তবে একটি বড় আকৃতির ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ড্রেজার মেশিনটির চাবি, ইঞ্জিন পার্টস, গিয়ার বক্স, ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলামত হিসেবে জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ড্রেজার মেশিনের কিছু যন্ত্রাংশ অকার্যকর করে ফেলা হয়, যাতে ভবিষ্যতে তা ব্যবহারযোগ্য না থাকে। জব্দ করা মেশিনটি স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।
নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান প্রশাসনের এই কর্মকর্তা।
প্রতিনিধি/টিবি

