images

সারাদেশ / শিক্ষা

বাকৃবিতে রোভারদের পিআরএস ও সমাজ উন্নয়ন কর্মশালা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১০ জুলাই ২০২৫, ০৪:৫৮ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপ ‘পিআরএস অর্জনের কৌশল ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’ বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে।

কর্মশালাটি বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. রাকিব হাসান শিপু (পিআরএস, সিডিআরএস)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা ও রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি অধ্যাপক ড. মো. শহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল আলিম। আরও উপস্থিত ছিলেন রোভার স্কাউট গ্রুপের আর.এস.এল. অধ্যাপক ড. শায়লা সারমিন এবং জি.আর.এস.এল. ড. মো. জহিরুল আলম।

আরও পড়ুন—

কর্মশালায় অংশগ্রহণকারী প্রায় ৪০ জন রোভারকে পিআরএস ও সিডিআরএস অ্যাওয়ার্ড অর্জনের বিভিন্ন ধাপ ও প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়। বক্তারা নেতৃত্বগুণ, সামাজিক দায়বদ্ধতা ও স্বেচ্ছাসেবামূলক কাজের গুরুত্ব তুলে ধরেন।

কর্মশালার মাধ্যমে রোভারদের সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

প্রতিনিধি/একেবি