images

সারাদেশ

হাতিয়ায় গোচারণভূমি দখল বাণিজ্যের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন

উপজেলা প্রতিনিধি

০৯ জুলাই ২০২৫, ০৮:২০ পিএম

হাতিয়া উপজেলার তমরোদ্দি ‘চর আতাউর’-এ বনভূমি ও সাধারণ মানুষের ব্যবহারযোগ্য গোচারণভূমি দখলমুক্ত করার দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন।

বুধবার (৯ জুলাই) বিকেল ৩টায় মানববন্ধ করেন স্থানীয়রা।

thumbnail_IMG20250709143503

মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা অভিযোগ করে বলেন, তমরোদ্দি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি তানভীর হায়দার তান্না 'চর আতাউর' দখল করে ঘের তৈরি করেন। কেওড়া গাছ দিয়ে শতাধিক একরজুড়ে ঘের তৈরি করে জন প্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা নিয়ে চাষাবাদের অনুমতি দেন। এ গোচারণভূমি দখল করে মহিষ, গরু, চাগল-ভেড়া পালনকারীদের থেকেও পাঁচ-দশ হাজার টাকার চাপ দেন। এক্ষেত্রে তার অনুসারী আব্দুর রব মেম্বার এবং নিজামকে দায়িত্ব দেন- ব্যারাকের খাল থেকে উত্তর দিকে কাটাখালী পর্যন্ত এবং সিরাজ ড্রাইভার ও তমরোদ্দি ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সুমনকে দায়িত্ব দেন- কোরালিয়া সীমানা থেকে ক্ষিরোদিয়া সীমানা পর্যন্ত।

thumbnail_IMG20250709143529

বক্তারা আরও বলেন, বনায়ন ছাড়া বাকি অংশে তারা দশ-বারো বছর পর্যন্ত গোচারণভূমি হিসেবে ব্যবহার করে আসছেন। এখন তাদেরকে চর থেকে চলে যেতে হুমকি দিচ্ছে তানভীর হায়দারের লোকজন। মানববন্ধনে ফিরোজ উদ্দিন খলিল, ইব্রাহিম ও বাথানিয়াসহ অন্যান্যরা ‘চর আতাউর’ দখলমুক্ত করতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।

thumbnail_IMG20250709150619

এসময় তানভীর হায়দার ও সুমনের ছবিতে ক্রস দিয়ে মানববন্ধন কর্মসূচির ব্যানারে স্থানীয় তমরোদ্দি ইউনিয়নের শতাধিক লোক অংশ নেন।

আরও পড়ুন

জামালপুরে যমুনার ভয়াবহ ভাঙন প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন

এ বিষয়ে নোয়াখালীর হাতিয়াধীন সংশ্লিষ্ট নলচিরা রেঞ্জার আল-আমীন গাজী জানান, বিষয়টি তিনি শুনেছেন তবে দখলদারদের সংখ্যা বেশি হওয়ায় তাদের কিছু করার ছিল না। উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড এবং থানা অফিসার ইনচার্জকে অবহিত করেছেন বলেও জানান তিনি।

thumbnail_IMG-20250709-WA0015

এ বিষয়ে অভিযুক্ত তথা তমরোদ্দি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি তানভীর হায়দার তান্নার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, এর আগে চরাঞ্চল দখল সংক্রান্ত গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রতিনিধি/এসএস