সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামালপুরে যমুনার ভয়াবহ ভাঙন প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ০৯ জুলাই ২০২৫, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

জামালপুরে যমুনার ভয়াবহ ভাঙন প্রতিরোধে এলাকাবাসীর মানববন্ধন

জামালপুরের ইসলামপুর উপজেলার কটাপুর বাজার, কোদাল ধোঁয়া, রাজারপুর রায়েরপাড়া ও আইড়মারী এলাকা ঘেঁষে যমুনা নদীর দক্ষিণ পয়েন্টে শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমিসহ বিভিন্ন অবকাঠামো।

এই ভাঙনের প্রতিরোধের দাবিতে বুধবার (৯ জুলাই) দুপুরে ইসলামপুর উপজেলার কোদাল ধোঁয়া ঘাট এলাকায় মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।


বিজ্ঞাপন


কটাপুর, কোদাল ধোঁয়া, রাজাপুর, রায়েরপাড়া ও জিগাতলা এলাকার কয়েক শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধনে অংশ নেন।

এতে বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক বকুল খান, শিক্ষক মাসুদ মাস্টার, শহিদ মণ্ডল ও হামিদুল ইসলাম প্রমুখ।

image_(32)

বক্তারা বলেন, যমুনা নদীর ভাঙন প্রতিদিনই তীব্র আকার ধারণ করছে। কটাপুর থেকে কোদাল ধোঁয়া হয়ে আইড়মারী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে পাঁচটি গ্রামের শত শত পরিবার। ইতোমধ্যেই নদীতে বিলীন হয়ে গেছে বহু ঘরবাড়ি, ফসলি জমি ও স্থাপনা।


বিজ্ঞাপন


ভাঙনে হুমকির মুখে পড়েছে ৫টি গ্রামের ৬টি শিক্ষা প্রতিষ্ঠান, ২টি ইদগাহ মাঠ, ব্রিজ-কালভার্ট, বসতবাড়ি, শত শত একর ফসলি জমি।

আরও পড়ুন

ফেনীর মুহুরী নদীর পানি ৭৬ সেন্টিমিটার বিপৎসীমার ওপরে

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, বারবার দাবি জানানো হলেও এখনো নদী শাসনের কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবিলম্বে এই ভয়াবহ ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। দ্রুত ব্যবস্থা না নিলে হাজারও মানুষ গৃহহীন হয়ে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে স্থানীয় শিক্ষা, কৃষি ও পরিবহন ব্যবস্থা।

এলাকাবাসীর এই মানববন্ধন প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে—এমনটাই প্রত্যাশা তাদের।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর