images

সারাদেশ

সিরাজগঞ্জে নিখোঁজ যুবকের মরদেহ ডোবা থেকে উদ্ধার

জেলা প্রতিনিধি

০৪ জুলাই ২০২৫, ০৬:২৫ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দের কুটিরচর এলাকার এসিআই ফুড ফ্যাক্টরির পেছনের ডোবা থেকে নিখোঁজ যুবক শামীম শেখের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে উপজেলার কুটিরচর গ্রামে এসিআই ফুড ফ্যাক্টরির পেছনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিহত শামীম কুটিরচর পশ্চিমপাড়া গ্রামের সাইফুল ইসলাম শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত দু'দিন ধরে নিখোঁজ ছিলেন শামীম। সম্ভাব্য আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ শুক্রবার দুপুরে ফ্যাক্টরির পেছনের ডোবা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা শামীমের মরদেহ শনাক্ত করে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে। স্থানীয় কয়েকশ জনতা জড়ো হয়ে প্রতিবাদ মিছিল বের করে এবং এসিআই ফুড ফ্যাক্টরির আশপাশে ব্যাপক ভাঙচুর চালায়। পরে কিছু অংশে অগ্নিসংযোগও করা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই প্লাটুন অতিরিক্ত ফোর্স মোতায়েন করে।

আরও পড়ুন

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় নারী নিহত

নিহতের বাবা সাইফুল ইসলাম শেখ বলেন, আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। ওর কোনো শত্রুও ছিল না। কারা কী কারণে তাকে এমনভাবে হত্যা করল, বুঝে উঠতে পারছি না। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, মরদেহটি ডোবার পানিতে থাকায় গলে গেছে। ধারণা করা হচ্ছে, ১-২ দিন আগে তাকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস