শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় নারী নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৪ জুলাই ২০২৫, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় নারী নিহত

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় মনোয়ারা খাতুন (৬০) নামে এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক পিকাপ জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।

শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আমতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত মনোয়ারা খাতুন ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের বাহেন মণ্ডলের মেয়ে।

আরও পড়ুন

চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত, আহত ৫


বিজ্ঞাপন


আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, সকালে ইজিবাইকে করে ঝিনাইদহ আসছিলেন মনোয়ারা খাতুন। ইজিবাইকটি আমতলা বাজার সংলগ্ন ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় কুষ্টিয়া থেকে ঝিনাইদহ অভিমুখী দ্রুতগামী পিকআপটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইক যাত্রী মনোয়ারা খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় হাইওয়ে পুলিশ তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

thumbnail_1000062089

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর