images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি

০৪ জুলাই ২০২৫, ০৪:০৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৪ জুলাই) সকালে পৌর শহরের ভাদুঘর শান্তিনগর এলাকায় একটি ডোবা থেকে লাশ দু'টি উদ্ধার করা হয়। 

মৃতরা হলেন - শান্তিনগরের হোসাইন (১১) ও তার বোন জিন্নাত (৮)। তাদের বাবার নাম আক্কাস মিয়া।

মৃতদের খালা ইয়াসমিন বেগম বলেন, শান্তিনগরের একটি ডোবা থেকে প্রায় সময়ই শাপলা ফুল তুলতে যেত হোসাইন ও জিন্নাত। বৃহস্পতিবার দুপুরেও শাপলা তোলার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। 

এরপর সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে ফিরেনি। পরে তাদের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। 

শুক্রবার সকালে ডোবাতে দু’জনের লাশ ভেসে উঠলে স্থানীয়রা মরদেহ দু’টি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ