images

সারাদেশ

ফেনীতে বন্যায় নিঃস্ব ৪৪ পরিবার পেলেন বসতঘর

জেলা প্রতিনিধি

০২ জুলাই ২০২৫, ০৮:৩৪ পিএম

ফেনীতে ভয়াবহ বন্যার পর ২০টি নতুন ঘর নির্মাণ করাসহ ৬০ লাখ টাকা ব্যয়ে নানামুখী মানবিক কার্যক্রম পরিচালনা করেছে ‘ঘুরে দাঁড়াবে ফেনী’ নামের একটি ইস্যু ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন।

বুধবার (২ জুলাই) বিকেলে সংগঠনটির কার্যক্রম সমাপ্তি অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন প্রধান সমন্বয়ক আসাদুজ্জামান দারা।

এ সময় তিনি জানান, ফেনীতে ২০২৪-এর ভয়াবহ বন্যার পর প্রায় সব উপজেলায় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়। বন্যায় ভেসে যায় মানুষের ঘর-বাড়ি ব্যবসায়িক পুঁজি। এমতাবস্থায় বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে ‘ঘুরে দাঁড়াবে ফেনী’ নামে এ সংগঠনের কার্যক্রম চালু করা হয়। গত ১০ মাসে সংগঠনটির পক্ষ থেকে বন্যায় বিধ্বস্ত ২০টি নতুন ঘর নির্মাণ, ২৫টি ঘর ও ২টি মাদরাসা ভবন মেরামত করা, ঘর মেরামতের জন্য ২৫টি পরিবারকে দুইবান করে টিন ও বিশ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও ১০ ব্যক্তিকে ক্ষুদ্র ব্যবসায় পুঁজি এবং ২০ জনকে চিকিৎসা অনুদান প্রদান করা হয়েছে।

thumbnail_1000440680

আসাদুজ্জামান দারা আরও জানান, আমাদের সংগঠনের নিজস্ব তহবিল ও অন্যান্যদের সহায়তা নিয়ে আমরা এসব কার্যক্রম বাস্তবায়ন করেছি। এক্ষেত্রে উল্লেখযোগ্য হারে সহায়তাকারী সংগঠনগুলো হচ্ছে- ফ্রান্স প্রবাসী বাংলাদেশ কমিউনিটি, লায়ন্স পরিবার, নরসিংদী জেলা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক ফোরাম, ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ, মাহবুব উল হক পেয়ারা ফাউন্ডেশন, প্রোক্লিন, আইভিশন ফেনী, ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি, ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, রোটারি পরিবার, ক্লিনসিটি সিলেট, সুরভি ফাউন্ডেশন ঢাকা, শুভ সংঘ, রেট ব্রিজ বেঙ্গলী ওয়েলফেয়ার সোসাইটি ইউকে, সোনালি জুয়েলার্স ফেনী, রয়েল স্পোর্টস একাডেমি ইউকে ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ-র শিক্ষার্থীদের সংগঠন ঝিলমিল।

thumbnail_1000440687

অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সমন্বয়কের দায়িত্ব পালনকারী আসাদুজ্জামান দারা, ইমন উল হক, রিয়াজ উদ্দিন রবিন, শরিফুল ইসলাম অপুসহ সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সুফলভোগীরা। আগামীতেও ফেনীবাসীর দুর্যোগ, দুঃসময়ে এ ধরনের বিভিন্ন মানবিক প্ল্যাটফর্ম মানবতার পাশে দাঁড়াবে বলে প্রত্যাশা স্থানীয়দের।

আরও পড়ুন

খাগড়াছড়িতে কবরস্থান পরিষ্কার করল পৌর যুবদল

সংগঠনের সমন্বয়ক শরিফুল ইসলাম অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক শাহজালাল ভূঁইয়া, রোটারিয়ান জালাল উদ্দিন বাবলুসহ সংগঠনের সুফলভোগীরা। অনুষ্ঠানের সংগঠনের সুফলভোগী, স্থানীয় সাংবাদিক ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দাতা ব্যক্তি এবং সংগঠনের কর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস