খাগড়াছড়ি সদর উপজেলার খেজুরবাগান, কুমিল্লাটিলা, আত্মমানবপাড়া, শালবন ও কেন্দ্রীয় কবরস্থানসহ পাঁচটি কবরস্থান পরিষ্কার করেছে পৌর যুবদল।
বুধবার (২ জুলাই) দুপুরে পৌর যুবদলের শতাধিক নেতা-কর্মী এ কর্মসূচি পরিচালনা করে।
বিজ্ঞাপন
খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ জানান, ঘন জঙ্গলের কারণে কবর খোদাই করতে সমস্যার সম্মুখীন হতে হতো। জেলা বিএনপির সভাপতি, উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় সদর পৌর যুবদলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে কুমিল্লাটিলা, খেজুর বাগান কবরস্থানসহ পাঁচটি কবরস্থান পরিষ্কার করা হয়েছে।
এ সময় খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, পৌর যুবদলের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক মো. মফিজ, হেলাল, সামছুল আলমসহ যুবদলের কয়েকশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এমইউ

