জেলা প্রতিনিধি
০১ জুলাই ২০২৫, ০৯:১০ পিএম
ভোলায় ডিম বাছাইকে কেন্দ্র করে ফিল্মি স্টাইলে জুনায়েদ আহমেদ (২২) নামের এক ডিম বিক্রেতাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছেন।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৪টায় ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মো. ইয়ামিন ওস্তা (৪০), ওমর ফারুক (৩৫) ও মো. নাসির উদ্দিন (৩৮)। তাদের সবার বাড়ি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে।
এর আগে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে ভোলা শহরের কিচেন মার্কেটে একটি ডিমের দোকানে ডিম কিনতে যান জহির নামের এক ব্যক্তি। এ সময় তার সঙ্গে জুনাইদের ডিম বাছাই করে নেওয়াকে কেন্দ্র করে তর্কবিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে আসামিরা জুনাইদকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

এদিকে, ঘটনার পর রাতেই ভুক্তভোগীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই ওই দোকানে থাকা সিসিটিভি ফুটেজ শনাক্ত করে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, এ ঘটনার সিসিটিভি ফুটেজ শনাক্ত করে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ভোলায় এ ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের ঠাঁই নেই। যারাই এই ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে।
প্রতিনিধি/এসএস