সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তেঁতুলিয়ায় ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০১ জুলাই ২০২৫, ০৭:৪৮ পিএম

শেয়ার করুন:

তেঁতুলিয়ায় ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধ নেশাজাতীয় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মডেল থানা  পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুক গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন, তেঁতুলিয়া তিরনইহাট ইউনিয়নের ইসলামবাগ রৌশনপুর গ্রামের আব্দুর রহিম ছেলে স্বপন আলী (২৮) ও অপরজন তেঁতুলিয়া বাংলাবান্ধা ইউপির খালেকের ছেলে রুবেল (৩৫)।

আরও পড়ুন

খুলনায় ১৯ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রি করছে এমন খবর পেয়ে তেঁতুলিয়া থানা পুলিশের একটি টহল দল উপ-পরিদর্শক আসাদুজ্জামান নেতৃত্ব সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদেরকে তল্লাশি করলে তাদের কাছে থাকা অবৈধ নেশাজাতীয় ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. নজির হোসেন বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রস্ততি চলছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর