images

সারাদেশ

গাজীপুরে মেকানিক মিস্ত্রীকে পিটিয়ে হত্যা: আরও এক আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

০১ জুলাই ২০২৫, ০২:৫০ পিএম

কোনাবাড়ীতে পোশাক কারখানায় মেকানিক মিস্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে কোনাবাড়ি থানা পুলিশ। গ্রেফতার সফিকুল ইসলামকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ীর সেলিম নগর এলাকা অভিযান চালিয়ে সফিকুলকে গ্রেফতার করা হয়। এর আগে হত্যার সঙ্গে জড়িত থাকায় হাসান মাহমুদ মিঠুন নামে অপর একজনকে গ্রেফতার করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত শুক্রবার রাতে গ্রিনল্যান্ড কারখানার ভেতরে হৃদয় নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার বিচারের দাবিতে শ্রমিক আন্দোলনের মুখে শনিবার দুই দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১ জুলাই) শিল্প কারখানা খোলার কথা থাকলেও বন্ধ রেখেছে মালিকপক্ষ। ফলে সকালে কাজে যোগ দিতে এসে  ফেরত গেছেন শ্রমিকরা।

এ ব্যাপারে কোনাবাড়ি মেট্রোপলিটন থানার ওসি সালাউদ্দিন জানান, নিহতের বড় ভাই লিটন বাদী হয়ে মামলার পর সিসিটিভি বিশ্লেষণ করে আসামিদের গ্রেফতারের অভিযান চলছে। ইতোমধ্যে এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রতিনিধি/টিবি