images

সারাদেশ

৩৮ দফা দাবিতে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি

২৮ জুন ২০২৫, ১০:০২ পিএম

জনস্বার্থে ৩৮ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে নগরীর অলোকার মোড়ে অবস্থিত একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এই সংগঠনটি রাজশাহীর মানুষের জনস্বার্থে কাজ করবে। সভা-সমাবেশ, সেমিনার ও মানববন্ধনের মাধ্যমে জনস্বার্থ তুলে ধরা হবে। সংবাদ সম্মেলন থেকে রাজশাহীর উন্নয়নে ৩৮টি দাবি তুলে ধরছি।

আরও পড়ুন

ভাণ্ডারিয়া বিএনপিতে একতরফা সিদ্ধান্তে ক্ষোভ, যাচাই-বাছাই ছাড়াই সম্মেলন

দাবিগুলো হলো-

হোল্ডিং ট্যাক্স কমানো,

ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি কমানো, অটো ও অটোরিক্সার নিবন্ধন ফি কমানো,

অটো ও অটোরিকশা চালকদের ট্র্যাফিক আইন বিষয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করা,

রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে অটো সিগন্যাল ব্যবস্থা চালু করা,

পথচারীদের চলাচল নির্বিঘ্নে ও যানজট নিরসনে ফুটপাত ও রাস্তার ওপর হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসন সাপেক্ষে তুলে দেওয়া,

স্কুল ও কলেজগামী ছাত্রীদের রাস্তায় চলাচল ও বখাটে ছেলেদের ইভটিজিংয়ের কবল থেকে রক্ষা করা,

রেলগেট, ভদ্রা, তালাইমারী এবং কোর্টসহ সব জনবহুল এলাকায় যাত্রী ছাউনি, বসার ব্যবস্থা, সুপেয়পানী এবং গণশৌচাগার স্থাপন করা,

সব স্কুল এবং কলেজগুলোতে শৌচাগারসহ সব সংস্কার করা,

কৃষি উন্নয়ন ব্যাংকের ৫২ হাজার কোটি টাকা খেলাপি ঋণ আদায়ের মধ্যে দিয়ে প্রকৃত কৃষকদের মাঝে ঋণ বিতরণ করা।

আরও দাবি-

রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা,

অবিলম্বে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গভাবে স্থাপন করা,

রুয়েট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাবজেক্ট চালু করা,

রাজশাহীতে স্থাপিত আইটি ভিলেজকে পূর্ণাঙ্গরুপ দিতে পর্যাপ্ত ফান্ড বরাদ্দ করতে হবে।

রাজশাহীতে আমসহ কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠার জন্য আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে।

বন্ধ রেশম শিল্প কারখানাকে পুনরায় চালু করতে হবে।

বন্ধ পাটকল পূর্ণ উদ্যোগে চালু করতে হবে।

কৃষকদের সমবায় ভিত্তিতে সংগঠিত করে কৃষকদের জন্য কৃষি বাজার প্রতিষ্ঠা করে উৎপাদিত কৃষিপণ্যে ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।

দেশিক চাকরিতে আঞ্চলিক বৈষম্য দূর করে রাজশাহী তথা উত্তরাঞ্চলের বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করতে হবে।

নির্বাচিত যুবকদের বৈদেশিক চাকরির জন্য ব্যাংক ঋণ প্রদান করতে হবে।

রাজশাহী সিটি করপোরেশন, আর.ডি.এ, বরেন্দ্র, পানি উন্নয়ন বোর্ড সব ডিপার্টমেন্টের গত ১৫ বছরের উন্নয়ন কাজের হিসাবে দিতে হবে।

রিজিক-২ তে বরাদ্দ স্বাচ্ছতার ভিত্তিতে পুন্যবীদ করতে হবে।

অবিলম্বে চিকিৎসা নীতি প্রণয়ন করে চিকিৎসা ক্ষেত্রে বাণিজ্যিকরণ বন্ধ করতে হবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালসহ সব সরকারি হাসপাতালে চিকিৎসাকে সহজলভ্য ও জীবন রক্ষাকারী পর্যাপ্ত ওষুধ সরবরাহ করতে হবে।

অবিলম্বে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল চালু করতে হবে।

বেসরকারি উদ্যোগে রাজশাহীতে প্রতিষ্ঠিত হার্ট ফাউন্ডেশন ও ডায়াবেটিক হাসপাতালে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে।

যাত্রীদের যাত্রাপথে নিরাপদ করতে বনপাড়া থেকে সোনামসজিদ পর্যন্ত রাস্তাটিকে চারলেনে উন্নীত করতে হবে।

রেল যাত্রীদের হয়রানি বন্ধের জন্য ডুয়েল রেল লাইন স্থাপন করতে হবে।

ব্রডগেজ রেল লাইনের মধ্য দিয়ে মিটার গেজ রেল লাইন স্থাপন করতে হবে।

রেল যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য রাজশাহী থেকে সান্তাহার রেল জাংশন পর্যন্ত সরাসরি ব্রডগেজ এবং মিটার গেজের মাধ্যমে সংযোগ দিতে হবে।

রাজশাহীতে টেলিভিশন রিলে সেন্টারটিকে পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশনে রূপান্তরিত করতে হবে।

রাজশাহীর শিল্পকলা একাডেমিকে বহুমুখী সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পর্যাপ্ত লোকবল নিয়োগ করতে হবে।

রাজশাহীতে খেলাধুলার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয়সংখ্যক মাঠের ব্যবস্থা করতে হবে।

রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করতে হবে।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার গত ১৫ বছরের খরচের হিসাব প্রদান করতে হবে।

স্বার্থান্বেষী মহলের প্রভাব ও ঘুষ-দুর্নীতিমুক্ত হয়ে সুষ্ঠুভাবে ভূমি জরিপ কাজ (বি,ডি,এস) সুসম্পন্ন করতে হবে।

ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে।

রাজশাহী মহানগরসহ সমগ্র জেলায় তালিকাভুক্ত পুকুরসমূহ সংরক্ষণ করতে হবে।

মরণ বাঁধ ফারাক্কার প্রভাবে শুকিয়ে যাওয়া নদী-নালা, খাল-বিল, পুকুর, পুষ্করিণী পুনঃখনন করতে হবে মরুকরণ রুখতে ব্যাপক বৃক্ষ রোপণ করতে হবে,

এবং রাজশাহী অঞ্চলের সকল ঐতিহাসিক স্থাপনাসমূহ সংস্কার ও সংরক্ষণ করতে হবে।

আরও পড়ুন

ইবিতে সেশন জট নিরসনে শিক্ষকদের সঙ্গে ভিসির মতবিনিময়

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এই দাবিগুলো রাজশাহীবাসীর স্বার্থে। তাই দাবিগুলো বাস্তবায়নে অতিদ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। নাহলে কর্মসূচির মাধ্যমে বাস্তবায়নে বাধ্য করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো. এনামূল হক, রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও স্বার্থ সংরক্ষণ কমিটির উপদেষ্টা অ্যাড. জমসেদ আলী, যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক কল্পনা রায়, যুগ্ম সদস্য সচিব রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু ও অন্যান্য নেতারা।

প্রতিনিধি/এসএস