সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইবিতে সেশন জট নিরসনে শিক্ষকদের সঙ্গে ভিসির মতবিনিময়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ২৮ জুন ২০২৫, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

ইবিতে সেশন জট নিরসনে শিক্ষকদের সঙ্গে ভিসির মতবিনিময়

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেশনজট নিরসনে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ও কলা অনুষদের বিভাগীয় সভাপতিদের সঙ্গে মতবিনিময় করেছেন ভিসি প্রফেসর ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ। 

শনিবার (২৮ জুন) ধর্মতত্ত্ব অনুষদের সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন - কলা অনুষদের ডিন প্রফেসর ড. এমতাজ হোসেন, ধর্মতত্ত্ব অনুষদে ডিন প্রফেসর ড. এ বি এম সিদ্দিকুর রহমান আশ্রাফি, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. নাছির উদ্দীন মিঝি, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. রহিম উল্ল্যাহ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুল গফুর গাজী,  আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. আকতার হোসেন, চারুকলা বিভাগের সভাপতি প্রফেসর ড. কামরুল হাসান, ইংরেজি বিভাগের সভাপতি প্রফেসর ড. মিয়া মোহাম্মদ রশিদুজ্জামান, আরবি বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুস সালাম ও বাংলা বিভাগের রুটিন দায়িত্বপ্রাপ্ত সভাপতি সহকারী অধ্যাপক ড. তিয়াশা চাকমা।

মতবিনিময়ে ভিসি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নেওয়া একশান ফর সেশন ক্যাম্পের অংশ হিসেবে আজকের এই মতবিনিময়। আমরা এই ক্যাম্পের অংশ হিসেবে সব অনুষদ ও বিভাগের সঙ্গে মতবিনিময় করবো। যার মূল উদ্দেশ্য সেশন জট নিরসন করা এবং শিক্ষার্থীদের কোর্সগুলো যথাযথ সময়ে শেষ করে দেওয়া। 

আমাদের বিশ্ববিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলের হওয়াতে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। এসব সমস্যা কাটিয়ে শিক্ষার্থীদের যথাযথ সময়ে একাডেমি কার্যক্রম শেষ করে দেওয়াই আমাদের উদ্দেশ্য।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর