images

সারাদেশ

গাজীপুরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি

২৮ জুন ২০২৫, ০৬:৫২ পিএম

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ জুন) দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড নামে একটি পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১৫টি ককটেল বিস্ফোরিত হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

thumbnail_IMG-20250628-WA0006

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্যাটার্ন টেক্সটাইলের ঝুট মালামালের ব্যাবসাকে কেন্দ্র করে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হালিম মোল্লার সাথে স্থানীয় বিএনপি নেতা কাজী হুমায়ুন কবিরের বিরোধ চলছিল। সম্প্রতি চুক্তি অনুযায়ী মালামাল ডেলিভারি করতে গেলে কাজী হুমায়ুনের লোকজনের ওপর হামলা চালায় স্বেচ্ছাসেবক দলের নেতার অনুসারীরা। এই ঘটনায় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।

thumbnail_IMG-20250628-WA0008

 শনিবার দুপুরে কারখানাটির সামনে মহাসড়কে শোডাউন করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। তাদের অবস্থানের খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী জড়ো হলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপ হয়। এতে পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মহাসড়কের যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

কমিটি বাতিলের দাবিতে গাজীপুরে বিএনপির বিক্ষোভ 

স্থানীয়রা জানান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হালিম মোল্লার চাচাতো ভাই পরিচয়দানকারী আবু সাইদের নেতৃত্বে একদল নেতাকর্মী গাজীপুরা থেকে কারখানার দিকে অগ্রসর হয়। এ সময় তাদের প্রতিপক্ষ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে ঘটনাস্থলে আনুমানিক ১০/১২টি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।

thumbnail_IMG-20250628-WA0009

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দর হাবীবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মহাসড়কের বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের চিহ্ন ছিল। কিছু আলামত পাওয়া গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস