মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কমিটি বাতিলের দাবিতে গাজীপুরে বিএনপির বিক্ষোভ 

জেলা প্রতিনিধি, গাজীপুর 
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ১০:০৪ পিএম

শেয়ার করুন:

কমিটি বাতিলের দাবিতে গাজীপুরে বিএনপির বিক্ষোভ 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। 

রোববার (২২ জুন) বিকেলে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। 


বিজ্ঞাপন


প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন - বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়্যেদুল আলম বাবুল। 

এ সময় আরও বক্তব্য রাখেন - কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হেলাল উদ্দিন, বিএনপি নেতা হারুন অর রশিদ প্রমুখ। এ সময় বিএনপি, ছাত্রদল, যুবদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী সাইদুল আলম বাবুল বলেন, তিনি বিদেশে অবস্থানকালে তাকে না জানিয়ে কালিপুর উপজেলা বিএনপির কমিটি দেওয়া হয়েছে। এই কমিটি স্থানীয় নেতাকর্মীদের ক্ষুব্ধ করেছে। এখন আলোচনার মাধ্যমে অচিরেই উদ্ভূত এই সমস্যার সমাধান হবে বলে তিনি নেতা-কর্মীদের আশ্বস্ত করেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর