images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অপহৃত মাদরাসা ছাত্র ৫ দিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার

জেলা প্রতিনিধি

২৭ জুন ২০২৫, ০৫:৫৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় অপহরণের ৫দিন পর ফজলুল করিম (২০) নামে এক মাদরাসা ছাত্রকে উদ্ধার করেছে সদর মডেল থানার পুলিশ। এ সময় অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয়কে (২৬) গ্রেফতার করা হয়।

র‌্যাবের সহযোগিতায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেনের নেতৃত্বে পুলিশ বৃহস্পতিবার (২৬ জুন) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাং রোডের শিমরাইল এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৭ জুন) ভোরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আনা হয়।

thumbnail_1000135883

উদ্ধার হওয়া ফজলুল করিম জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মোহল্লা গ্রামের এম.এ কাইয়ুম মিয়ার ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর সিরাজনগরের মলাই ঢালীর বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয় নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. মিজানের ছেলে।

পুলিশ ও উদ্ধার করা ফজলুল করিমের পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ জুন রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর সিরাজিয়া দারুল উলুম মাদরাসার সামনে থেকে ফজলুল করিমকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারী।

আরও পড়ুন

দলবল নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়া সেই ছাত্রদল নেতা বহিষ্কার

পরবর্তীতে ফজলুল করিমের বাবা এম.এ কাইয়ুম মিয়ার মোবাইল নম্বরের ইমো আইডিতে ফোন দিয়ে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী তৌসিফ মাহবুব ওরফে হৃদয়। টাকা না দিলে ফজলুল করিমকে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় অপহৃত ফজলুল করিমের বাবা এম.এ. কাইয়ুম বাদী হয়ে প্রথমে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি এবং গত ২৫ জুন সদর মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

thumbnail_1000135885

মামলা দায়েরের পরই ভুক্তভোগীকে উদ্ধারে নামে পুলিশ। র‌্যাবের সহযোগিতায় বৃহস্পতিবার গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাং রোডের শিমরাইল এলাকা থেকে ভুক্কেতভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, পিতার অসুখের কথা বলে ফজলুল করিমকে কৌশলে অপহরণ করে নিয়ে যায় তৌসিফ মাহবুব ওরফে হৃদয়। পরে ফজলুল করিমের বাবা এম.এ কাইয়ুম মিয়ার মোবাইল নম্বরের ইমো আইডিতে ফোন দিয়ে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী তৌসিফ মাহবুব। টাকা না দিলে ফজলুল করিমকে হত্যার হুমকি দেওয়া হয়। তথ্যপ্রযুক্তির মাধ্যমে আমরা তার অবস্থান শনাক্ত করে ভুক্তভোগীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হই।

প্রতিনিধি/এসএস