সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এইচএসসি কেন্দ্রে ছাত্রদল নেতার উপস্থিতি, সেলফি বিতর্কে অব্যাহতি

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২৭ জুন ২০২৫, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

এইচএসসি পরীক্ষাকেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা: সেনবাগ ছাত্রদল সভাপতি বহিষ্কার

নোয়াখালীর সেনবাগে এইচএসসি পরীক্ষার হলে দলবল নিয়ে প্রবেশ করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করার অভিযোগে সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

thumbnail_1000235000


বিজ্ঞাপন


শুক্রবার (২৭ জুন) বিকেলে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের দফরত সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

আরও পড়ুন

ছাত্রলীগ পুনর্বাসনে কাজ করছে ছাত্রশিবির: ছাত্রদল সভাপতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক নির্দেশনা ও প্রচলিত নিয়ম লঙ্ঘন করে নোয়াখালী জেলা শাখার অধীন সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ সানাউল্লাহকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

thumbnail_1000235005


বিজ্ঞাপন


উল্লেখ্য, নোয়াখালীর সেনবাগে এইচএসসি পরীক্ষার হলে দলবল নিয়ে প্রবেশ করে ছবি তুলে ফেসবুকে পোস্ট করার অভিযোগে সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহর বিরুদ্ধেও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন  সমালোচনার ঝড় উঠেছে। যদিও সানাউল্লাহর দাবি করেন পরীক্ষা শুরুর আগে তিনি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এবং নিজেই ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন। পরীক্ষা চলাকালীন নিয়ম অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের ১০০ গজের মধ্যে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা পরীক্ষা পদ্ধতির স্বচ্ছতা ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেন সাধারণ মানুষ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর