images

সারাদেশ

রংপুরে ট্রান্সফরমার চুরি

জেলা প্রতিনিধি

২৪ জুন ২০২৫, ০৭:৫৯ পিএম

রংপুর নগরীর মাহিগঞ্জ কলেজ মোড় এলাকা থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। ট্রান্সফরমার চুরি হওয়ার পর থেকেই ওই এলাকায় বিদ্যুৎ নেই।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন নেসকো ৩ এর নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর নগরীর মাহিগঞ্জ কলেজ মোড় এলাকার রনজুর বাসার সামনে এলাকাবাসী সকালে ঘুম থেকে উঠে দেখে স্থাপিত ট্রান্সফরমারটি নেই। তার কেটে চুরি করে নিয়ে গেছে। এরপর থেকেই সেই এলাকায় বিদ্যুৎ নেই। তবে ট্রান্সফরমার চুরি হওয়ায় সেখানে পুনরায় কবে ট্রান্সফরমার বসানো হবে, আর কবে বিদ্যুৎ আসবে এ নিয়ে শঙ্কিত গ্রাহকরা।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে হাসপাতালের বিদ্যুৎ বিচ্ছিন্ন, সব সেবা বন্ধ

এ বিষয়ে নেসকো ৩ এর নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেন জানান, ট্রান্সফরমার চুরির বিষয়টি অফিসিয়ালি অবগত। সেখানে টিম পাঠানো হয়েছে। যতদ্রুত সেখানে ট্রান্সফরমার বসানো যায়, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাছাড়া ট্রান্সফরমার চুরির বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হবে।

রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, চুরির বিষয়টি জেনেছি। তবে আমাদের কাছে নেসকো বিদ্যুৎ বিভাগ কিংবা কোনো গ্রাহক কেউই ট্রান্সফরমার চুরির বিষয়ে অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস