উপজেলা প্রতিনিধি
২৪ জুন ২০২৫, ০২:৪১ পিএম
শিক্ষা ও গবেষণার অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের উদ্যোগে ২৫ ও ২৬ জুন দুই দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিশ্বের ১৩টি দেশের গবেষক ও স্কলাররা উপস্থিত থাকবেন।
মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের ডিন’স্ কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন।
তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এই কনফারেন্সে বাংলাদেশসহ বিশ্বের ১৩টি দেশের ৪ শতাধিক গবেষক, স্কলার ও রিসোর্স পারসন অংশগ্রহণ করবেন। এতে ৯টি ভেন্যুতে ৩৬টি সেশনে মোট ২১৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। আগত বক্তারা এখানে বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি ও সংস্কৃত ভাষায় বক্তব্য পেশ করবেন।'
তিনি আরও বলেন, ‘একবিংশ শতাব্দীর কৃষ্টিকালচার, জ্ঞানচর্চা, সাহিত্য ও শিল্পকলার সাথে সামঞ্জস্য রেখে 'Issues Around Pedagogy: Teaching-Learning Strategies in Arts & Humanities for the 21" Century' শিরোনামটি কনফারেন্সের মূল থিম হিসেবে নির্ধারণ করা হয়েছে।’
দু’দিনব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান ২৫ জুন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব, বিশেষ অতিথির বক্তব্য দেবেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান। কনফারেন্সের মূল থিম উপস্থাপন করবেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার ফ্যাকাল্টি অব এডুকেশনের প্রফেসর ইমেরিটাস ড. রোজনানী হাশিম ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার কুরআন ও সুন্নাহ বিভাগের খ্যাতিমান প্রফেসর ড. রাদওয়ান জামাল ইউসুফ আল-আতরাশ
প্রথম দিনের কি-নোট সেশনে সভাপতিত্ব করবেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। এ অধিবেশনে ৩টি কি-নোট পেপার উপস্থাপিত হবে। কি-নোট স্পীকার হিসেবে প্রবন্ধ উপস্থাপন করবেন জাপানের আকিতা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি, ফ্যাকাল্টি অব ইন্টারন্যাশনাল লিবারেল আর্টস'র ইংলিশ ফর একাডেমিক পারপাস প্রোগ্রামের প্রফেসর ড. প্যাট্রিক ডগহার্টি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার ফ্যাকাল্টি অব এডুকেশনের প্রফেসর ইমেরিটাস ড. রোজনানী হাশিম এবং ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার স্কুল অব হিউমানিটিজ এর ডিন প্রফেসর ড. জাসনি বিন সুলং।
![]()
প্রথম দিন বেলা ১১টা ৪৫ থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত প্লেনারি সেশনে সভাপতিত্ব করবেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার ফ্যাকাল্টি অব এডুকেশনের প্রফেসর ইমেরিটাস ড. রোজনানী হাশিম। এ অধিবেশনে ৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে। প্রবন্ধ উপস্থাপন করবেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার কুরআন ও সুন্নাহ্ বিভাগের প্রফেসর ড. রাদওয়ান জামাল ইউসুফ আল-আতরাশ, নেপালের কাঠমান্ডু ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর ড. গোপাল প্রসাদ পান্ডে, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)-এর মহাপরিচালক ড. এম. আবদুল আজিজ এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার ফ্যাকাল্টি অব এডুকেশন, ডিপার্টমেন্ট অব সোশ্যাল ফাউন্ডেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপের প্রফেসর ড. নাজাতুল আকমার বিনতি মোক্তার। ২৫ জুন বিকাল তিনটা থেকে ২৬ জুন বিকাল ৫টা পর্যন্ত চলবে একাডেমিক সেশন। সর্বমোট ৩৬টি সেশনে মোট ২১৬টি প্রবন্ধ উপস্থাপিত হবে।
২৬ জুন বিকেল ৫টায় সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে সভাপতি হিসেবে বক্তব্য দেবেন রাবি উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব, সমাপনী বক্তব্য রাখবেন মালয়েশিয়ার পেনাং স্টেটের ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার স্কুল অব হিউম্যানিটিজর ডিন প্রফেসর ড. জাসনি বিন সুলং।
কনফারেন্সে গেস্টস অব অনার হিসেবে থাকবেন ভারতের নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পার্সিয়ান ও মধ্য এশিয়ান স্টাডিজ সেন্টার, ভাষা, সাহিত্য ও সংস্কৃতি অধ্যয়ন বিভাগের প্রফেসর ড. সৈয়দ আখতার হুসেন, নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর ড. গোপাল প্রসাদ পান্ডে, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি, মালয়েশিয়ার কুরআন ও সুন্নাহ্ বিভাগের প্রফেসর ড. রাদওয়ান জামাল ইউসুফ আল-আতরাশ, রাবি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ভিজিটিং প্রফেসর ড. ইসমাঈল সাদেকী।
ড. বেলাল হোসেন বলেন, আন্তর্জাতিক এ কনফারেন্সে উপস্থাপিত প্রবন্ধসমূহ শিক্ষা-সংস্কৃতি ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পঠন-পাঠন পদ্ধতি ও গবেষণার ক্ষেত্রে এক নব দিগন্তের উন্মোচন করবে বলে আমরা আশাবাদী।
প্রসঙ্গত, রাবির কলা অনুষদের উদ্যোগে ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ প্রথম এবং ১৩ ও ১৪ নভেম্বর ২০২২ দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে প্রদান করা লেকচারগুলো পরবর্তীতে গ্রন্থাকারে প্রকাশ করা হয়।
প্রতিনিধি/এসএস