images

সারাদেশ

‘শিক্ষা উপদেষ্টা ও ইউজিসির ভিসি না আসা পর্যন্ত আন্দোলন চলবে’

জেলা প্রতিনিধি

২৩ জুন ২০২৫, ০৮:৫৯ পিএম

রংপুর কারমাইকেল কলেজে নতুন বিভাগ চালু, আবাসিক হল নির্মাণ, যাতায়াতের জন্য বাস ক্রয়, পুলিশ বক্স স্থাপনসহ ২১ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে পুরো কলেজে বিদ্যুৎ বন্ধ করে দেন শিক্ষার্থীরা। 

সোমবার (২৩ জুন) বিকেল পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করে তারা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় শিক্ষা উপদেষ্টা ও ইউজিসির ভিসি ক্যাম্পাসে না আসা পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ক্যাম্পাসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু শিক্ষার্থীদের অনঢ় অবস্থানের কারণে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকে। এদিকে আন্দোলনের কারণে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করে কলেজ প্রশাসন।

50201279677_481185b8e8_b

শিক্ষার্থীরা বলেন, ৫ আগস্টের পর থেকে ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা দাবি আদায়ে মাঠে নেমেছেন। কিন্তু ১০ মাসেও শুধু আশ্বাস ছাড়া কোনো সমাধান মেলেনি। তাই উন্নয়নের ক্ষেত্রে আর কোনো ছাড় নেই। উন্নয়নের জন্য আন্দোলন চলবে। যতক্ষণ না পর্যন্ত শিক্ষা উপদেষ্টা ও ইউজিসির ভিসি ক্যাম্পাস না আসবে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে।

আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে কাফনের কাপড় পরে মিছিল

এদিকে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ক্যাম্পাসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কয়েক দফা শিক্ষার্থীদের সাথে কথাও বলেন তারা। তবে শিক্ষার্থীরা উন্নয়নের জন্য আন্দোলনে অনড় থাকেন এবং আন্দোলন চালিয়ে যান।

image-32135-1522166271

কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজার রহমান বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা উপদেষ্টার সাথে সব বিষয় নিয়ে আমরা কথা বলছি। ইতোমধ্যে লিখিতভাবে সব সমস্যার কথা জানিয়েছি। আমরাও চাই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হোক এবং শিক্ষার্থীরা ক্লাসে ফিরুক।

উল্লেখ্য, ২১ দফা দাবিতে রোববার কলেজের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে নগরীর লালবাগ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে করে যাতায়াতকারীরা দুর্ভোগে পড়েন। পরে সেনাবাহিনী, কলেজ প্রশাসন ও জেলা প্রশাসনের আশ্বাসে তারা সড়ক অবরোধ তুলে নিলেও দাবি আদায়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।

প্রতিনিধি/এসএস