সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে কাফনের কাপড় পরে মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ০৪:১৬ পিএম

শেয়ার করুন:

michil
কাফনের কাপড় পরে মিছিল। ছবি: সংগৃহীত

স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা।

সোমবার (২৩ জুন) বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়। পরে মিছিলটি কদম ফোয়ারা এবং পুরান পল্টন মোড় ঘুরে আবার প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।


বিজ্ঞাপন


গত ২১ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ‘সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’-এর ব্যানারে শিক্ষকদের অবস্থান কর্মসূচি শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, প্রায় এক হাজার শিক্ষক মিছিলে অংশগ্রহণ করেছেন। যাদের অধিকাংশই কাফনের কাপড় পরেছেন।

‘দাবি মোদের একটাই, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও চাই’, ‘এক দেশে দুই নীতি, মানি না মানব না’, ‘এমপিও না দিলে, ঘরে ফিরে যাব না’, ‘ভাত দে, না হলে বিষ দে’, ‘নারারে তাকবির, আল্লাহু আকবার’, ‘এমপিও না দিলে, প্রেসক্লাব ছাড়ব না’, ‘এমপিও না দিলে, সচিবালয় ছাড়বো না’ মিছিলে এসব স্লোগান দেন শিক্ষকেরা।

মিছিল শেষে ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া বলেন, ‘ফেব্রুয়ারি-মার্চ মাসে টানা ১৭ দিনের আন্দোলন চলাকালে ১১ মার্চ আমাদের সাত সদস্যের শিক্ষক প্রতিনিধি দলকে সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়। আলোচনার শুরুতে শিক্ষা উপদেষ্টা বলেছিলেন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি যৌক্তিক ও ন্যায্য। তবে বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। তাই এখনই সব প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আওতায় নিয়ে আসা সম্ভব হচ্ছে না।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, ‘গত মে মাসের মধ্যে এমপিওর সব কার্যক্রম শেষ করে পরিপত্র জারির আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি এখন পর্যন্ত সরকার বাস্তবায়ন করেনি। তাই আমরা বাধ্য হয়ে আবার রাস্তায় নেমেছি।’ দাবি আদায়ের আগ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও জানান এই শিক্ষক নেতা।

এএসএল/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর