images

সারাদেশ

মিরসরাইয়ে তেলবাহী ভাউচার উল্টে আহত ১

উপজেলা প্রতিনিধি

২২ জুন ২০২৫, ০৮:৪১ পিএম

মিরসরাইয়ে তেলবাহী ভাউচার উল্টে এক যুবক আহত হয়েছেন।

রোববার (২২ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় ঢাকামুখী লেইনে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তেলের ভাউচারটির ইঞ্জিন কেবিনে আগুন ধরে যায়। মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আহতের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

thumbnail_IMG-20250622-WA0056

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু, আহত ২

জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই কামাল উদ্দিন বলেন, রোববার বিকেলে মহাসড়কের ঢাকামুখী লেইনে তেলবাহী একটি ভাউচার সামনে থাকা চলন্ত রোলার এর পেছনে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় তেলের ভাউচারটির ইঞ্জিন কেবিনে আগুন ধরে যায়। পরবর্তীতে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে গাড়ির ভেতর থেকে অজ্ঞান অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়। তবে তার প্রকৃত পরিচয় এবং তিনি ভাউচারের চালক না চালকের সহকারী তা নিশ্চিত হওয়া যায়নি। ক্রেন না পাওয়ায় রোববার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দুর্ঘটনা কবলিত তেলের ভাউচারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রতিনিধি/এসএস