মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু, আহত ২

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ০৮:৩৬ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু, আহত ২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আমন রোপা রোপণের সময় বজ্রপাতে মোহাম্মদ আলী (৪২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মশিউর রহমান (৩৫) ও তার ছেলে সাব্বির আহমেদ (১৩) গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলার চাড়োল ইউনিয়নের পরেদশীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত দিনমজুর মোহাম্মদ আলী ওই গ্রামের তসির উদ্দীনের ছেলে। আহত বাবা ও ছেলের বাড়িও পরদেশীপাড়া গ্রামে। তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

কেন্দুয়ায় সিএনজি-অটোরিকশা সংঘর্ষে নারীর মৃত্যু

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত (ওসি) শওকত আলী সরকার বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন। 

নিহতের প্রতিবেশী সুলতান আলীসহ প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকে পরদেশীপাড়া গ্রামের মোহাম্মদ আলী, মশিউরসহ ৬/৭ জন মাঠে রোপা আমন রোপণের কাজ করছিল। বিকেল ৪টার সময় হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যায় মোহাম্মদ আলী। এ সময় আহত হয়েছেন সাব্বির ও তার বাবা মশিউর রহমান। স্থানীয়রা উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেছেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর