images

সারাদেশ

হাতিয়ায় মাছ ঘাটের নাম পরিবর্তন নিয়ে সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি

২২ জুন ২০২৫, ০৮:২৫ পিএম

নোয়াখালীর হাতিয়া সূর্যমুখী দক্ষিণপাড় মাছঘাটের নাম পরিবর্তন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে মৎস্য ব্যবসায়ীরা। এ সময় ‘ফজলুল আজিম মাছ ঘাট’র পরিবর্তে  ‘হাতিয়া ফিশারিজ ঘাট’ নাম দেন তারা।

রোববার (২২ জুন) বিকেলে হাতিয়া শহর স্টার চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এ মাছ ঘাটের নাম পরিবর্তনের ঘোষণা দেন ব্যবসায়ীরা।

গত দু’মাস আগে রাজনৈতিক নেতার নামে মাছ ঘাটটি উদ্বোধন করা হয়। পরে আনুষ্ঠানিক ভাবে মাছ বেচাবিক্রিও শুরু হয়। কিন্তু নামের ব্যাপারে আপত্তি উঠায় এর সংশোধনীর প্রয়োজনীতা দেখা দেয় বলে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা জানান।

আরও পড়ুন

বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের মামলায় বিএনপির ২৯ নেতা-কর্মীদের নাম

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী সুমন তালুকদার বলেন, ২০২৪ সালে ফ্যাসিস্ট সরকারের আমলে সূর্যমুখী উত্তর পাড়ে কিছু অসাধু ব্যক্তি মাছঘাট করে জেলেদেরকে জোর খাটিয়ে মাছ দিতে বাধ্য করত। পরে আমরা জমি ক্রয় করে প্রকৃত ব্যবসায়ীদের নিয়ে সাবেক সাংসদ প্রকৌশলী ফজলুল আজিমের নামে মাছ ঘাট উদ্বোধন করি। কিন্তু ফজলুল আজিমের পক্ষ থেকে আপত্তি আসায় আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে নাম পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিই। ঘাটটির নতুন নাম ‘হাতিয়া ফিশারিজ ঘাট।’

উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সূর্যমুখী বাজারের দক্ষিণ পাড়ে অবস্থিত ঘাটটির নাম পরিবর্তন নিয়ে ব্যবসায়ীদের করা এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- হাতিয়া ফিশারীজ ঘাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোমিন উল্যাহ রাসেল, সাধারণ সম্পাদক আহসান উদ্দিন, কোষাধ্যক্ষ- নিজাম উদ্দিন, মৎস্য ব্যবসায়ী সুমন তালুকদার, রহিম উদ্দিন, শাহাব উদ্দিন, মো. ওসমান, রুবেল উদ্দিন রনি, মো. আরিফ উদ্দিন, হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ফিরোজ উদ্দিনসহ সাংবাদিকরা।

প্রতিনিধি/এসএস