জেলা প্রতিনিধি
২২ জুন ২০২৫, ০৭:৩৮ পিএম
গত ২৪ কুমিল্লায় প্রথমবারের মতো এ বছর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ।
করোনায় মৃত ব্যক্তি বুড়িচং উপজেলার কাবিলা এলাকার বাসিন্দা। অপরদিকে ডেঙ্গুতে মারা ব্যক্তি দাউদকান্দি পৌরসভার বলদাখাল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
রোববার (২২ জুন) কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে থেকে পাওয়া তথ্যে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করোনায় আক্রান্ত একজন এবং মৃত্যুবরণ করেছে একজন। চলতি মাসে মোট ৬৭টি পরীক্ষায় ১২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২ দশমিক ৫ শতাংশ।
সরকারিভাবে এ জেলায় এখনও করোনা পরীক্ষা শুরু হয়নি বলে জানা যায়। এদিকে জেলায় ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলছে।
আরও পড়ুন
এ ছাড়াও জেলার দাউদকান্দি উপজেলা ডেঙ্গু সংক্রমিত হয়ে মারা গেছে আরেকজন। এ নিয়ে শুধু দাউদকান্দি উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচজন। অপরদিকে ডেঙ্গুতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
সরকারি তথ্যমতে, চলতি বছরে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৬৪ জন। তবে বাস্তবে এ সংখ্যা পাঁচ গুনেরও বেশি বলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৩ জন। এরমধ্যে মারা গেছে একজন। এ নিয়ে চলতি বছরের ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধু দাউদকান্দি উপজেলায় মারা গেছে পাঁচজন। তার মধ্যে চারজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ বলেন, রোববার করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছে এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে অন্য আরেকজন। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করছি।
প্রতিনিধি/এসএস