সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

একদিনে করোনায় ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন ২০২৫, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

Covid
করোনা আবার ভয়াবহ রূপ নিচ্ছে। ছবি: সংগৃহীত

প্রায় তিন বছর পর আবার দেশে ভয়াবহ রূপ নিচ্ছে মহামারি করোনাভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এটি চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। এই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩৬ জনের শরীরে।

রোববার (২২ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মোট ৬২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেই হিসাবে শনাক্তের হার পাঁচ দশমিক ৮০ শতাংশ।

আরও পড়ুন

কোভিড হাসপাতালটি ঘুরে মিলল অনিয়ম-অব্যবস্থাপনার নানা চিত্র

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের চারজন পুরুষ ও একজন নারী। তাদের একজনের বয়স ১১-২০ বছর, একজনের ৪১-৫০ বছর, একজনের ৬১-৭০ বছর, একজনের ৭১-৮০ বছর ও একজনের বয়স ৯১-১০০ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন ঢাকা, তিনজন চট্টগ্রাম ও একজন রাজশাহী বিভাগের। পাঁচজনের একজন সরকারি ও চারজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Cocid


বিজ্ঞাপন


স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫১৫ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ১৬ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জন। ২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৪৩৩ জন।

আরও পড়ুন

চট্টগ্রামে গাইডলাইন অনুযায়ী হচ্ছে না করোনা টেস্ট!

২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঘটে। আস্তে আস্তে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। প্রায় দুই বছর শনাক্ত ও মৃত্যুর মিছিল দেখে দেশবাসী। ২০২২ সালের শেষে এসে করোনার প্রকোপ আস্তে আস্তে কমে যায়। মাঝে প্রায় তিন বছর করোনা নিয়ন্ত্রণে থাকার পর গত কিছুদিন ধরে এর প্রকোপ আবার বাড়ছে। ভাইরাসটির নতুন ভেরিয়েন্ট অনেক সংক্রমণপ্রবণ। ফলে এটি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। 

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর