জেলা প্রতিনিধি
২১ জুন ২০২৫, ০৭:৪৬ এএম
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরে মাইক্রো ও দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় এক প্রাইভেটকার চালক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের ষোলঘর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় এক ঘণ্টারও বেশি সময় যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে। পরে দুর্ঘটনা কবলিত যানবাহন ঘটনাস্থল থেকে সরিয়ে নিলে স্বাভাবিক হয় মহাসড়কের ঢাকা মুখে লেনে যান চলাচল।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, এক্সপ্রেসওয়ের ঢাকা মুখে লেনে প্রাইভেটকার থামিয়ে চাকা মেরামতের জন্য নেমেছিলেন নিহত চালক শেখ ইবনে হিরো (৩৬)। এ সময় একটি মাইক্রো নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটিকে পেছন দিকে ধাক্কা দেয়। এরপর মাওয়া থেকে ঢাকাগামী বি-এম পরিবহনের আরও একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কাদেয় প্রাইভেটকার ও মাইক্রোটিকে। এতে গুরুতর আহত হয় বেশ কয়েকজন। পরে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন একজনকে।
![]()
নিহত প্রাইভেটকার চালক শেখ ইবনে হিরো (৩৬) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সরুজ শেখের ছেলে ও পেশায় একজন গাড়ি চালক, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ এসব তথ্য নিশ্চিত করেন।
![]()
এদিকে দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস ও মাইক্রোটিক জব্দ করেছে পুলিশ। তবে ঘটনার পর পালিয়েছে অভিযুক্ত বাস চালক ও হেলপার। বিষয়টি নিশ্চিত করে হাঁসাড়া হাইওয়ে থানার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রমের ছবিটি শুক্রবার রাতে তোলা - ঢাকা মেইল।
প্রতিনিধি/এসএস