মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেঘনায় বালুমহালে গ্রামবাসীর হামলা, ৫ শ্রমিক আহত, ড্রেজারে আগুন

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ২০ জুন ২০২৫, ০৮:৩৩ এএম

শেয়ার করুন:

মেঘনায় বালুমহালে গ্রামবাসীর হামলা, ৫ শ্রমিক আহত, ড্রেজারে আগুন
মেঘনায় বালুর মহলে উত্তেজিত গ্রামবাসীর হামলার ছবিটি বৃহস্পতিবার দুপুরে তোলা - ঢাকা মেইল।

মুন্সিগঞ্জ সদরের মেঘনায় বালুমহালে গ্রামবাসীর হামলায় অন্তত ৫ ড্রেজার শ্রমিক আহত হয়েছে। এ সময় একটি ড্রেজারে অগ্নিসংযোগ করা হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টার দিকে জেলা সদরের আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীর ভাষানচর বালু মহালে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় গ্রামবাসীর দাবি, বালুমহালের নির্ধারিত স্থান ছেড়ে নদীর তীরবর্তী গ্রাম ঘেঁষে বালু উত্তোলন করার ক্ষোভ থেকেই এ হামলা করা হয়েছে। কারণ গ্রাম ঘেঁষে কাটলে নদী ভাঙনের আশঙ্কা থাকে।

thumbnail_VID-20250619-WA0025(3)

তবে ইজারাদারের দাবি হচ্ছে নির্ধারিত সীমানাতেই বালু উত্তোলন করা হচ্ছে। গ্রামবাসীর কিছু নেতাকে মোটা অঙ্কের চাঁদা না দেওয়ায় পরিকল্পিত ভাবে তারা এ হামলার ঘটনা ঘটায় এবং বেশ কিছু টাকা লুট করে নেয়,তবে কত টাকা এখনও জানা যায়নি।

atta


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্রামের লোকজন ঐক্যবদ্ধ হয়ে গ্রাম ঘেঁষে বালু উত্তোলনে বাঁধা দিতে মহালে ছুটে যান। এ সময় গ্রামবাসী কয়েকজন ড্রেজার শ্রমিকদের মারধর করে। এক পর্যায়ে উত্তেজিত গ্রামবাসী একটি ড্রেজারে আগুন ধরিয়ে দেয়। আরও ৪টি ড্রেজারে ব্যাপক ভাঙচুর চালায়।

আরও পড়ুন

মাওয়া ঘাটে আবারও চালু হচ্ছে ফেরি

তবে গ্রামবাসীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে, ভাষানচর বালু মহালের ইজারাদার জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান মনির বলেন, তিনদিন আগে আমরা বালু উত্তোলন শুরু করি। প্রশাসনের বেঁধে দেওয়া সীমানার মধ্যেই বালু উত্তোলন করা হচ্ছিল। এরমধ্যেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতায় গ্রামবাসী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে শ্রমিকদের মারধর ও ড্রেজারে আগুন দিয়েছে। বেশ কিছু টাকা লুটে নিয়েছে। তারা মোটা অঙ্কের চাঁদা না পেয়ে এ ঘটনা ঘটিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

thumbnail_VID-20250619-WA0025(2)

এদিকে বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদরের চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম বলেন, গ্রামবাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বালু মহালের ড্রেজারে হামলা চালায়। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। একই সঙ্গে একটি ড্রেজারে আগুন দেওয়ার খবর পেয়েছি। তবে নৌ-পুলিশের উপস্থিতিতে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর