জেলা প্রতিনিধি
১৭ জুন ২০২৫, ০৭:৫৬ পিএম
রাজবাড়ী সদর উপজেলার চন্দনীর ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, গাজীপুরের কাশিমপুর থানার সারদাগঞ্জ পশ্চিমপাড়া এলাকার কাদের সরদারের ছেলে শাহ আলম ভাঙারি (৪৫), রংপুরের তারাগঞ্জ থানার ছোট লক্ষ্মীপুরের মৃত আনছার আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৬), সিরাজগঞ্জের চৌহালী থানার মধ্যখাসকাওলীয়া মিয়াপাড়ার আলতাফ হোসেনের ছেলে নুর হোসেন (৪০), টাঙ্গাইলের ভূয়াপুর থানার কুঠিবয়রা এলাকার মৃত একেন্দালী সরকারের ছেলে মামুন সরকার (৪২) ও একই উপজেলার রামাইলের চর এলাকার মো. সাত্তারের ছেলে মো. সেলিম (৩০)।
পুলিশ জানিয়েছে, গত ২৪ মে (শনিবার) গভীর রাতে চন্দনী বাজার সংলগ্ন ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়ির বাউন্ডারির তারকাটা কেটে ১৫ থেকে ২০ জনের ডাকাতদল বাড়িতে ঢুকে। এসময় ঘরের দরজা ভেঙে নগদ ৬ লাখ টাকা ও ৬ ভরি সোনার গয়না লুটে নেয়। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের মাথায় আঘাত করে গুরুতর আহত করে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব জানান, ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, মাদক ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।
প্রতিনিধি/এসএস