রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাজিরপুরে ৪৮০ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ১৭ জুন ২০২৫, ০৩:১৮ পিএম

শেয়ার করুন:

Drug

পিরোজপুরের নাজিরপুরে ৪৮০ পিস ইয়াবাসহ মো. লিমন হাওলাদার জিহাদ (২১) ও মো. রুবেল মিয়া (৩২) নামের দুই মাদক কারবারিকে আটক করে নাজিরপুরের শ্রীরামকাটি বন্দর বাজারের স্থানীয় জনতা পুলিশে সোপর্দ করেন।

সোমবার (১৬ জুন) রাতে ১১টার দিকে উপজেলার শ্রীরামকাঠি ফেরিঘাট এলাকায় বহিরাগত দুই ব্যক্তিকে তাদের চলাফেরা সন্দেহজনক হলে শ্রীরামকাঠী বন্দর বাজার এলাকার মাসুম ও আরিফ নামে দুই ব্যক্তির নেতৃত্বে তাদেরকে ধরে জিজ্ঞেসাবাদ করলে তাদের সাথে থাকা ৪৮০ পিস ইয়াবা পাওয়া যায়।


বিজ্ঞাপন


পরে স্থানীয়রা নাজিরপুর থানা পুলিশকে খবর দিলে নাজিরপুর থানার এস আই মো. সরোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে ইয়াবাসহ তাদের আটক করে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন

খুলনায় ইয়াবা, গুলি, বিদেশি পিস্তলসহ আটক ৫

আটক মাদক কারবারি লিমন হাওলাদার জিহাদ পিরোজপুর জেলার সদর উপজেলার শিকারপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের মো. টিপু হাওলাদারের ছেলে ও রুবেল মিয়া একই জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মো. চান মিয়ার ছেলে। বিষয়টি

নিশ্চিত করে নাজিরপুর থানার কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে  শ্রীরামকাঠী বন্দর বাজার এলাকার স্থানীয় জনতা প্রথমে সন্দেহজনক দুই ব্যক্তিকে ধরেন এবং তাদের কাছে মাদক আছে এমন সংবাদ দিলে নাজিরপুর থানার এস আই সরোয়ারে ও এস আই রহমতের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয়ে দুই আটক করেন। এসময় তাদের কাছে থাকা ৪৮০ পিস মাদক ইয়াবা উদ্ধার করেন। আসামিদের গ্রেফতার করে নাজিরপুর থানায় নিয়ে আসেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।  আমাদের মাদকবিরোধী অভিযান অব‍্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর