জেলা প্রতিনিধি
১৭ জুন ২০২৫, ০৪:৩৪ পিএম
যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে নিখোঁজের ২৯ ঘণ্টা পর মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ লঞ্চযাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে নিহত লোকমানের মরদেহ জেলা শহরের মোল্লারচর এলাকায় ধলেশ্বরী নদীর তীরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।
![]()
নিহতের লোকমান হোসেন (৩৭) ভোলার তজুমদ্দিন উপজেলার দেওয়ানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
![]()
বিষয়টি নিশ্চিত করে, মুন্সিগঞ্জ ফারার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, গতকাল সকাল থেকে নিখোঁজের সন্ধানে ডুবুরি দল কাজ করছে। রাতে উদ্ধার অভিযান স্থগিত ছিল। মঙ্গলবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
![]()
![]()
তিনি আরও জানান, ভোলার তজুমদ্দিন থেকে ঢাকার সদরঘাটের উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ ফারহান-৩ সোমবার দিবাগত রাত ২টার দিকে যাত্রাবিরতিতে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে নোঙর করে। এ সময় লঞ্চ থেকে ঘাটে নামেন নিখোঁজ লোকমানসহ কয়েকজন। পুনরায় লঞ্চে ওঠার সময় লোকমান পন্টুন থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়।
প্রতিনিধি/এসএস