রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীতে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ ১

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ১২:৫০ পিএম

শেয়ার করুন:

Missing
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রমের ছবিটি সোমবার দুপুরে তোলা - ঢাকা মেইল।

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে গভীর রাতে যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

রোববার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকায় ভোলা থেকে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ফারহান-৩ লঞ্চ থেকে যাত্রী নামানোর সময় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


thumbnail_Munshiganj_Footage-_(লঞ্চ_থেকে_পরে_নিখোঁজ_এক)(8)

এ ঘটনায় খবর পেয়ে সোমবার সকাল ৯টা থেকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। তবে বর্ষা মৌসুমে নদীর গভীরতা বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম।

নিখোঁজ লোকমান হোসেন (৩৭) ঢাকায় রাজমিস্ত্রি হিসেবে একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। এছাড়া তার বাড়ি ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় বলে জানিয়েছে নৌ-পুলিশ।

আরও পড়ুন

ট্রেনের ছাদে চড়ে যাত্রাকালে দুই গার্মেন্টস শ্রমিক আহত

নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাজধানী ঢাকার কর্মস্থলে ফিরছিলেন তিনি। রাতে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে লঞ্চ থামলে বন্ধুকে এগিয়ে দিতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় তিনি। এরপর প্রায় ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মিলেনি।

thumbnail_Munshiganj_Footage-_(লঞ্চ_থেকে_পরে_নিখোঁজ_এক)(11)

ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে উদ্ধার অভিযান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর