জেলা প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ১১:১৩ এএম
পিরোজপুর শহরের ঐতিহ্যবাহী ভরাণী খালে ময়লা ফেলার দায়ে এক পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীসহ তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৫ জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমীন।
জানা গেছে, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী অমল মালি, স্থানীয় বাসিন্দা মিম আক্তার নামে এক গৃহকর্ত্রীর কাছ থেকে সেফটিক ট্যাংকের ময়লা অপসারণের কথা বলে ১০ হাজার টাকা নেন। কিন্তু তিনি নিয়ম না মেনে ওই ময়লা সরাসরি ভরাণী খালে ফেলে দেন। এতে ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে মিম আক্তার নামের ওই বাসা মালিককেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়, সামাজিক দায়িত্বে তদারকির অভাবের কারণে।
এছাড়া খালে ময়লা ফেলায় আরেক স্থানীয় বাসিন্দা পুলক বকশীকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন পজেটিভ পিরোজপুরের টিম লিডার মো. হাবিবুর রহমান এবং সংগঠনের স্বেচ্ছাসেবক জুবায়ের আল মামুন, আল রাজী জোহা, ফয়সাল, মনির চৌধুরী, নাঈম তালুকদার, এসকে রাজিবসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা। তারা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখছেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমিন বলেন, ভরাণী খাল শুধু শহরের সৌন্দর্য নয়, জলাবদ্ধতা নিরসনেরও বড় সমাধান। কিন্তু নাগরিক সচেতনতা ছাড়া এই প্রকল্প সফল হবে না। তাই কেউ যদি খালে ময়লা ফেলে, নিয়মিতভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণে নাগরিকদের দায়িত্বশীল হতে হবে। প্রশাসন কঠোর হলেও সচেতনতা ছাড়া কোনো উদ্যোগ সফল হতে পারে না।
উল্লেখ্য, জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে খালের পুনঃখননের কাজ চলছে। খালটি একসময় পিরোজপুরের ঐতিহ্যের অংশ ছিল, যা পুনরুদ্ধার করে শহরের পরিবেশ উন্নয়ন ও নান্দনিকতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস