ঈদযাত্রাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় দুই পরিবহনকে জরিমানা করা হয়।
রোববার (১৫ জুন) বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোঁচাবাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী।
ঠাকুরগাঁও আর্মি ক্যাম্পের সেনাবাহিনী জানায়, খোঁচাবাড়ি বাসস্ট্যান্ডে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের বিষয়ে সংবাদ পাওয়ার পর উল্লিখিত স্থানে ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীর সহায়তায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে দিগন্ত পরিবহন ও রংতুলি পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ

