images

সারাদেশ

ট্রেনের ছাদে চড়ে যাত্রাকালে দুই গার্মেন্টস শ্রমিক আহত

জেলা প্রতিনিধি

১৬ জুন ২০২৫, ০৮:০০ এএম

ছাদে চড়ে যাওয়ার সময় চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেন জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর রেলগেট এলাকায় পৌঁছালে বিদ্যুতের লাইনের তারে পেছিয়ে দুই গার্মেন্টস শ্রমিক গুরুতর আহত হন। দ্রুত খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

রোববার (১৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রথমে তাদের পরিচয় জানা না গেলেও পরে জানা যায় তারা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার তালিব হোসেনের ছেলে ছালেক মিয়া ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাজন মিয়ার ছেলে জুয়েল মিয়া।

আরও পড়ুন

জয়পুরহাটে ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

উভয়ই চট্টগ্রামের গার্মেন্টস শিল্পে কর্মরত এবং ঈদের ছুটিতে কর্মস্থলে ফিরছিলেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ ও ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে জানান, পরিচয় নিশ্চিত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের স্থানান্তর করা হয়েছে।

এদিকে সচেতন মহল মনে করছেন রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা না নিলে এ ধরনের দুর্ঘটনা পুনরায় ঘটার আশঙ্কা রয়েছে।

প্রতিনিধি/এসএস