রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জয়পুরহাটে ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ১৬ জুন ২০২৫, ০৭:৩৮ এএম

শেয়ার করুন:

জয়পুরহাটের ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১

জয়পুরহাটে ট্রাক-ট্রাক্টর-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ইদ্রিস আলী (৪০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও ৫ জন।

রোববার (১৫ জুন) দিবাগত রাত ১২টার দিকে জয়পুরহাট-নওগাঁ সড়কের খনজনপুর মিশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

thumbnail_VideoCapture_20250616-010756

নিহত ইদ্রিস আলী জয়পুরহাট সদর উপজেলার আদর্শ পাড়া গ্রামের একরাম আলীর ছেলে।

আহতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা গ্রামের আব্দু সোবহানের ছেলে মাসুদ হোসেন (৫৩) একই একই গ্রামের সোলাইমান আলীর ছেলে শামীম হোসেন (৫০) তার স্ত্রী মিনু আক্তার (৪২) হাসান আলীর স্ত্রী নাজনীন আক্তার (২১) ও তার মেয়ে নিহা আক্তার (২)।


বিজ্ঞাপন


আরও পড়ুন

বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মাদারীপুরের যুবক নিহত

ওসি খন্দকার ফরিদ হোসেন জানান, নিহত অটোরিকশাচালক ইদ্রিস আলী ৫ জন যাত্রী নিয়ে জয়পুরহাট শহর থেকে ভাদসার দূর্গাদহ বাজারে যাচ্ছিলেন। পথে খনজনপুর মিশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ট্রাকটি একটি মেসি ট্রাক্টর সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনা স্থলে অটোরিকশার চালক ইদ্রিস আলী মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর মাসুদ হোসেন ও শামীম হোসেন ও তার স্ত্রী  মিনু আক্তারকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

thumbnail_VideoCapture_20250616-025217

ওসি আরও জানান, ট্রাক আটক করা হয়েছে, তবে চালক ও তার সহকারী পলাতক। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর