images

সারাদেশ

ছুটির শেষ দিনেও কর্মস্থলে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ

জেলা প্রতিনিধি

১৫ জুন ২০২৫, ১২:৩৩ পিএম

ঈদের ছুটির শেষ দিনে আজও কর্মস্থলে ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে যানজট, ধীরগতি ও যানবাহনের চাপের পর এখন স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।

রোববার (১৫ জুন) সকাল থেকে থেকে যমুনা সেতু পশ্চিম কড্ডার মোড় ও নলকা এলাকায় যানবাহনের চাপ দেখা গেলেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কের কোথাও কোনো যানজট দেখা যায়নি।

thumbnail_1000119039

রোববার (১৫ জুন) সকাল থেকে সরকারি অফিস-আদালতসহ বেসরকারি প্রতিষ্ঠান চালু হয়েছে। ছুটির শেষ মুহূর্তে ভোগান্তি নিয়ে গন্তব্যে পৌঁছেছেন উত্তরের যাত্রীরা। অনেকেই বাস না পেয়ে ট্রাক-পিকআপ, মোটরসাইকেল, ব্যক্তিগত মাইক্রো, কার ও বাসের ছাদে ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরেছেন। তবে গুনতে হয়েছে তাদের চারগুণ বেশি ভাড়া।

thumbnail_1000119038

শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত যমুনা সেতুর ওপর পিকআপ-ট্রাকের সংঘর্ষ, ১৫টি গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে সেতুর উভয় পাশে থেমে থেমে যানজট ও ধীরগতির সৃষ্টি হয়। এতে শনিবার ভোর থেকে সেতুর পশ্চিমে ৮ কিলোমিটার পর্যন্ত ধীরগতি ও থেমে থেমে যানজট তৈরি হয়। এরপর রাত থেকেই উত্তরের পথে গাড়ির চাপ কমে যায়।

আরও পড়ুন

ছুটির পর প্রথম কর্মদিবসে ব্যাংক-অফিসে ঈদের আমেজ

thumbnail_1000119041

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ছুটির শেষে দিনে যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৫৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গ ছেড়ে ঢাকায় গেছে ৩৩ হাজার ৩২৯টি পরিবহন। এসময় উভয় পাশে টোল আদায় হয়েছে তিন কোটি ৪৮ লাখ ৩৬ হাজার ২৫০ টাকা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, ছুটির শেষ দিনে সবাই কর্মস্থলে ফেরায় আজ মহাসড়কে যানজট নেই। গাড়ি স্বাভাবিক গতিতে চলাচল করছে।

প্রতিনিধি/এসএস