পবিত্র ঈদুল আজহার টানা দশ দিনের ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ। যথারীতি শুরু হয়েছে সব অফিস-আদালত, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম। গত ৫ জুন শুরু হয়েছিল টানা এই ছুটি। রোববার (১৫ জুন) দীর্ঘ ছুটির পর কর্মদিবস শুরু হলেও পুরোপুরি কাটেনি ঈদের আমেজ। ব্যাংক ও অফিস-আদালতে প্রথম দিনে খুব একটা প্রাণচাঞ্চল্য ফিরেনি।
সকালে রাজধানীর বিভিন্ন ব্যাংক অফিস ঘুরে দেখা গেছে, ঈদের পরে সহকর্মীদের সঙ্গে প্রথম দেখা হওয়ায় গল্প-গুজবেই দিন পার করছেন অনেকেই। সিনিয়র-জুনিয়র মিলে একে অপরকে জড়িয়ে ধরে করছেন কোলাকুলি। কেমন কাটল ঈদ, কোরবানি কেমন হলো, কোথাও বেড়াতে গেলেন কি না এমন আরও নানা বিষয়ে খোশগল্পে মেতেছেন তারা।
বিজ্ঞাপন
এদিন মতিঝিলের ব্যাংকপাড়া, পল্টন, ফকিরাপুল, গুলিস্তান এলাকা ঘুরে দেখা যায়, ঈদের পর অফিসের প্রথম কার্যদিবস হওয়ায় অনেকেই কুশল বিনিময় করতে অফিসের বিভিন্ন কক্ষে ছোটাছুটি করছেন। অনেকেই আবার ছুটি শেষে এখনো কর্মস্থলে ফিরে আসেননি। দিনের শুরুতেই গ্রাহকের উপস্থিতিও কম। এর ফলে অধিকাংশ সেবা কাউন্টার ফাঁকা দেখা যায়। তবে কোনো গ্রাহক এলে কমকর্তাদের মতোই গ্রাহকের সঙ্গেও করছেন ঈদের শুভেচ্ছা বিনিময়। খোঁজ-খবর নিতে দেখা যায় একে অপরের সাথে।

অগ্রণী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহবুব বলেন, 'ঈদের ছুটির পর গ্রাহকের উপস্থিতি সাধারণত কম থাকে। দীর্ঘ ছুটি থাকার পর আজ খোলার কারণে হয়তো দুপুর থেকে গ্রাহক বাড়বে। এর ফাঁকে কর্মকর্তারা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করছেন। ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। আজ সিনিয়র-জুনিয়র সবাই মিলে সবাই সবার খোঁজ খবর নিচ্ছেন। এটা আমাদের সৌহার্দ্য, আমরা এক অফিসে কাজ করি, সবাই সবার আনন্দ শেয়ার করি।'
বিজ্ঞাপন
রূপালী ব্যাংক কর্মকর্তা জামান বলেন, 'ঈদের ছুটির পর সবাই অফিসে এসেছেন। সেবার পাশাপাশি একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন। গ্রাহক কম, যারা আসছেন তাদের সঙ্গেও কাজের ফাঁকে শুভেচ্ছা বিনিময় করছেন কর্মকর্তারা।'
ব্যাংকে গ্রাহক সব সময় একটু বেশি থাকলেও এদিন তুলনামূলক কম রয়েছে। কাউন্টারের গ্রাহকের উপস্থিতি পেলে কর্মকর্তারা তাদের সঙ্গেও কুশল বিনিময় করছেন। জানতে চাচ্ছেন কেমন কাটলো ঈদ, কোথায় (গ্রাম নাকি শহরে) কাটালেন এবারের ঈদ। কর্মকর্তাদের এমন আচরণে খুশি গ্রাহকও। সোনালী ব্যাংকের গ্রাহক সাইফুল ইসলাম বলেন, 'জরুরি প্রয়োজনে ব্যাংকে আসা। অন্যান্য দিনের গ্রাহক নেই, কর্মকর্তাদের ব্যস্ততাও আগের দিনের তুলনায় কম। কাজের ফাঁকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন এটা খুবই ভালো লেগেছে আমার কাছে।'

ঈদের আগে এবং ঈদের পরে সরকারি ছুটির মধ্যেও কিছু এলাকায় সীমিত পরিসরে তিন দিন ব্যাংকের কিছু শাখা খোলা ছিল। মূলত ঈদের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ এবং ঈদের পরে আমদানি-রফতানিমুখী শিল্পের সুবিধার্থে ব্যাংকের শাখা খোলা রাখা হয়েছিল।
টিএই/জেবি

