images

সারাদেশ

টাঙ্গাইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

১৫ জুন ২০২৫, ০৯:১৩ এএম

টাঙ্গাইলের ধনবাড়ীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জুন) সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- ওই গ্রামের আব্দুল বারেকের সাড়ে ৩ বছরের ছেলে শরীফ ও ওমর আলীর ৪ বছরের ছেলে আরাফাত।

আরও পড়ুন

নিখোঁজের দুইদিন পর খালে মিলল স্কুলছাত্রীর মরদেহ

পরিবার সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে শরীফ ও আরাফাত পুকুর পাড়ে খেলা করছিল। পরে তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে দেখতে পায় পুকুরে ভাসছে। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু'জনকেই মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল্লাহ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস