নিখোঁজের দুইদিন পর মৌলভীবাজারের কুলাউড়ায় নাসিফা জান্নাত আনজুম (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ জুন) সন্ধ্যায় স্থানীয়রা বাড়ির পাশের একটি খালে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে রাতে মরদেহটি উদ্ধার করে।
বিজ্ঞাপন
নাসিফা জান্নাত উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালিকের মেয়ে এবং স্থানীয় শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
এর আগে বৃহস্পতিবার (১২ জুন) সকালে নাসিফা জান্নাত স্থানীয় কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে গিয়ে আর বাসায় ফিরে আসেনি। নিখোঁজের পর সব জায়গায় খোঁজ করে না পেয়ে নাসিফার মা নাসিমা আক্তার লাকি শুক্রবার কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থী নাসিফা জান্নাত আনজুম বৃহস্পতিবার সকালে কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। শনিবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে খালে মরদেহ ভাসতে দেখতে দেখে কুলাউড়া থানা পুলিশকে খবর দেওয়া হয়।
বিজ্ঞাপন
স্থানীয়দের ধারণা, অন্য কোনো জায়গায় তাকে হত্যা করে লাশ হয়ত বা কেউ খালে ফেলে রেখেছে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে।
প্রতিনিধি/এসএস

