images

সারাদেশ

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, দৌলতদিয়া ঘাটে উপচে পড়া ভিড়

জেলা প্রতিনিধি

১৪ জুন ২০২৫, ০১:৩০ পিএম

গ্রামের বাড়িতে প্রিয় পরিবার পরিজন, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সঙ্গে পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদ উদযাপন শেষে আবারও জীবিকার তাগিদে ইটপাথরের শহর রাজধানীতে ফিরছে মানুষ।

রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া ঘাটে তাই ঢাকামুখী যাত্রীদের বাড়তি চাপ পড়েছে।

রাজধানীমুখী এসব মানুষ দৌলতদিয়া ঘাটে এসে নদী পাড়ি দিতে লঞ্চ ঘাটে ভিড় করছে। তবে মাত্র তিন থেকে চার মিনিটেই যাত্রী বোঝাই করে লঞ্চগুলো ঘাট ছেড়ে যাচ্ছে।

কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছেন কারখানা শ্রমিক সোহান মণ্ডল। তিনি বলেন, ঈদে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। ছুটি শেষে আবার ঢাকায় ফিরে যাচ্ছি। সাথে রয়েছে আমার স্ত্রী। কর্মের তাগিদে ফিরে যেতেই হবে। দৌলতদিয়া ঘাটে অনেক মানুষের ভিড়। রাস্তায় তেমন সমস্যা না হলেও ঘাটে এসে ভিড়ে পড়ি। ভিড়ের মধ্যে যাতে কেউ হারিয়ে না যায় এজন্য একহাতে লাগেজ এবং আরেক হাত দিয়ে শক্ত করে স্ত্রীকে ধরে রেখেছি।

received_1380766549707342

ফরিদপুর থেকে গাজীপুর যাচ্ছেন পোশাক শ্রমিক সেফালী বেগম। তিনি বলেন, একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করি। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলাম। পরিবারের সাথে ঈদ করে এখন কর্মস্থলে ফিরছি।

সরেজমিনে ঘাটে গিয়ে দেখা যায়, লঞ্চ ঘাটে কাঠের সেতু দিয়ে যাত্রীরা সারিবদ্ধভাবে পন্টুনে দাঁড়াচ্ছেন। টিকিট কাটার দায়িত্বরত শ্রমিকরা পন্টুন ছেড়ে কাঠের সেতুর ওপর গিয়ে যাত্রীদের থেকে নদী পাড়ের টিকিট দিচ্ছেন। পন্টুনে সারিবদ্ধভাবে বেঁধে রাখা লঞ্চগুলো মুহূর্তের মধ্যে যাত্রী বোঝাই করে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাচ্ছে। এ সময় আনসার, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য এবং বিআইডব্লিউটিএ সদস্যদের সহযোগিতা করতে দেখা যায়। 

আরও পড়ুন

ঈদ আনন্দ শেষে কর্মস্থলে ফিরতে পাটুরিয়া-আরিচা ঘাটে যাত্রীর চাপ

ঘাটে কর্মরত দৌলতদিয়া নৌ-ফাঁড়ির মাসুদ হোসেন নামে এক পুলিশ সদস্য বলেন, গত বৃহস্পতিবার তেমন ভিড় ছিল না। গত শুক্রবার সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করেছে। ঈদের ছুটি শেষে শনিবার থেকে অনেকের অফিস, পোশাক কারখানা খুলবে। যে কারণে সকাল থেকে লঞ্চ ঘাটে ভিড় পড়েছে। আর মাত্র তিন থেকে চার মিনিটে প্রতিটি লঞ্চ যাত্রীতে ভরে যাচ্ছে। যাত্রীদের ভিড় সামাল দিতে আমাদেরও বেগ পোহাতে হচ্ছে।

received_3033717956788244

ঘাটে শ্রমিকদের সাথে কাজ করছে ঘাট ইজারাদারের প্রতিনিধি আব্দুল আউয়াল। তিনি বলেন, ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার থেকে যাত্রীরা ছুটতে শুরু করলেও মূলত আজ সকাল থেকে ভিড় পড়ছে। বেলা বাড়ার সঙ্গে যাত্রীদের ভিড় বাড়ছে।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের টার্মিনাল সুপার ভাইজার মো. শিমুল হোসেন বলেন, যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় ২০টি লঞ্চ সচল রয়েছে। এ মুহূর্তে ১৮টি চললেও আরও দু'টি লঞ্চ পাশে প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের চাপ অতিরিক্ত বাড়লে ওই দু'টিও চালু করা হবে।

প্রতিনিধি/এসএস