ঈদের আনন্দ শেষে কর্মস্থলে যাওয়ার জন্য দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১টি জেলার মানুষের চাপ বেড়েছে পাটুরিয়া-আরিচা নৌ-ঘাটে।
শুক্রবার (১৩ জুন) দুপুরের পর থেকেই রাজধানীসহ আশপাশের জেলায় কর্মস্থলে যাওয়ার জন্য মানুষের ঢল নামে।
বিজ্ঞাপন
সরেজমিনে দেখা যায়, ফেরি ও লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। এসব নৌযান থেকে নেমে বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ যে যেভাবে পারছে মানুষ তাদের গন্তব্যে ছুটছেন। ঘাট এলাকায় যাত্রীর চাপ থাকলেও ভোগান্তিতে পড়তে হয়নি কাউকে। তবে যাত্রীদের অভিযোগ যানবাহনের ভাড়া বেশি নেওয়া হচ্ছে।
যাত্রী ইমরান হোসেন জানান, রাজবাড়ির থেকে ঢাকা যাচ্ছি। ঘাট পর্যন্ত আসলাম কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। পাটুরিয়া ঘাট এলাকায় গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত বাস রয়েছে। কিন্তু ২০০ টাকার বাস ভাড়া ৩৫০ টাকা দিয়ে যেতে হচ্ছে আমাদের।
![]()
বিজ্ঞাপন
বাস চালক হৃদয় আহামেদ বলেন, রাস্তায় কোনো যানজট নাই। তবে বাসস্ট্যান্ডগুলোতে গাড়ির ধীরগতি রয়েছে। এছাড়া যাত্রীরা ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারছেন।
তবে বাসে বেশি ভাড়ার নেওয়ার কথা বললে, তিনি জানান, আমরা আসার সময় কোনো যাত্রী পাই না। পুরো রাস্তায় খালি গাড়ি চালিয়ে আসতে হয়। আমাদের বাসের জ্বালানি খরচ হয় এছাড়াও বাসের চাকাসহ অনেক কিছুই ক্ষয় হয়। সে কারণেই কিছুটা ভাড়া বেশি নেই।
পুলিশ সুপার মোছাম্মত ইয়াছমিন খাতুন বলেন, ঈদের আনন্দ শেষে নির্বিঘ্নে যাতে কর্মস্থলে মানুষ ফিরতে পারে, সে জন্য পোশাকে, সাদা পোশাকে ঘাট এলাকাসহ মহাসড়কে পুলিশ সদস্যরা রয়েছে।
তিনি আরও বলেন, বাসে বাড়তি ভাড়া যাতে নিতে না পারে। সে জন্যও আমাদের পুলিশ সদস্যরাও কাজ করছেন।
প্রতিনিধি/এসএস

