images

সারাদেশ

নেত্রকোনায় নাশকতার মামলায় শ্রমিক নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৩ জুন ২০২৫, ০৯:২১ পিএম

দুই বছর আগে সংঘটিত হওয়া ঘটনার অভিযোগ এনে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামছুর রহমানকে প্রধান করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে নেত্রকোনা মডেল থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। এরপর রাত পৌনে ৩টার দিকে মামলার ২ নম্বর আসামি জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে। 

নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে নতুন মামলাটি করেন নেত্রকোনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পশ্চিম চকপাড়া এলাকার বাসিন্দা মো. কামরুল ইসলাম (৪৩)। এতে আসামি হিসেবে ৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয় ১২০ জনকে। মামলায় ৫ নম্বর আসামি করা হয়েছে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খানকে। ৬ নম্বর আসামি করা হয় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান রনি এবং ৭ নম্বর আসামি করা হয় জেলা শ্রমিক লীগের সভাপতি আবদুল গফুরকে।  

আরও পড়ুন: ফরিদপুরে কৃষকলীগ নেতা বুলবুল গ্রেফতার 

মামলায় বাদী উল্লেখ করেন, ২০২৩ সালের ৩০ মে বেলা ১১টায় শহরের ছোট বাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনকালে উল্লিখিত আসামিরা সংঘবদ্ধ হয়ে হামলা চালান। এ সময় দলীয় কার্যালয় ভাঙচুরসহ দু’টি মোটরসাইকেল ও একটি ইজিবাইকে অগ্নিসংযোগ করা হয়। একইসাথে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনগণে আতঙ্ক সৃষ্টি করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই ঘটনার দুই বছর পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৩৩ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলাটি করা হয়েছে। এতে ১২০ জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে। পরে পুলিশ ওই দিন দুই নম্বর আসামি জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে গ্রেফতার করে। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতার হওয়া আসামি সাইফুল ইসলামকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

প্রতিনিধি/ এমইউ