ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা কৃষকলীগের পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন বুলবুলকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) রাতে উপজেলার সদর ইউনিয়নের মহিশারঘোপ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নেত্রকোনায় নাশকতার মামলায় শ্রমিক নেতা গ্রেফতার
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গ্রেফতার সোহরাব হোসেন বুলবুলের বিরুদ্ধে চলতি বছরে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেন স্থানীয় এক ব্যক্তি।
এর সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, পুলিশ তার নিজ বাড়ি সদর ইউনিয়নের মহিশারঘোপ গ্রাম থেকে চেয়ারম্যান সোহরাব হোসেনকে গ্রেফতার করে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। তাকে একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করে আদালতে পাঠানো হবে।
প্রতিনিধি/ এমইউ

