images

সারাদেশ

৪২ ঘণ্টা পর যমুনা নদী থেকে অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার, শিশু নিখোঁজ

জেলা প্রতিনিধি

১৩ জুন ২০২৫, ০২:৩৪ পিএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে ডুবে যাওয়ার ৪২ ঘণ্টা পর ৮ মাসের অন্তঃসত্ত্বা বর্ষা খাতুনের (২০) মরদেহ উদ্ধার হলেও এখনও খোঁজ মেলেনি শিশু লামিয়ার (১০)।

শুক্রবার (১৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার বাচামারা গ্রামের সংলগ্ন যমুনা নদীর অংশে অন্তঃসত্ত্বা নারী বর্ষার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেন। পরে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন

পাটুরিয়া-আরিচা নৌপথে ঈদযাত্রায় ভোগান্তি ছাড়াই ঘরে ফিরছেন মানুষ

বর্ষা খাতুন দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের মো. আব্দুল বয়াতীর মেয়ে এবং শিশু লামিয়া খাতুন একই গ্রামের মো. রাহেজ বয়াতীর মেয়ে।

ফায়ার সার্ভিসের পাটুরিয়া স্টেশনের লিডার জাহিদুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় অন্তঃসত্ত্বা নারী বর্ষার মরদেহ উদ্ধার করা হয়েছে।

thumbnail_IMG-20250613-WA0014

তিনি আরও জানান, যমুনা নদীতে প্রচণ্ড স্রোত থাকায় এখনও শিশু লামিয়ার খোঁজ পাওয়া যায়নি। তবে আমাদের ডুবুরি দল শিশুটিকে খোঁজ করছে।

উল্লেখ্য, বুধবার (১১ জুন) দুপুর ২টার দিকে বাচামারা গ্রাম দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীতে ওই গ্রামের ৫জন নারী ও কয়েক জন শিশু গোসলে নামেন। এ সময় হঠাৎ করে নদীর পানির প্রবল স্রোতে সবাই তলিয়ে যেতে থাকে। স্থানীয়রা অন্যদের উদ্ধার করতে পারলেও শিশু লামিয়া খাতুন ও বর্ষাকে উদ্ধার করতে পারেননি। তারা নদীর পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা  ৯৯৯ এ ফোন করে জানান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

এ ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজের স্বজনরাসহ এলাকাবাসী ভিড় করেছে যমুনার পারে।

প্রতিনিধি/এসএস