images

সারাদেশ

মোবাইল ফোন নিয়ে সন্দেহ, স্ত্রীর কাঁচির আঘাতে স্বামীর করুণ মৃত্যু

জেলা প্রতিনিধি

০৫ জুন ২০২৫, ০৩:২৫ পিএম

মোবাইল ফোন নিয়ে সন্দেহের জেরে শুরু হয়েছিল স্বামী-স্ত্রীর তীব্র বাকবিতণ্ডা। কিন্তু সেই পারিবারিক কলহ মুহূর্তেই রূপ নেয় এক মর্মান্তিক হত্যাকাণ্ডে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরাণিয়া (সদরপাড়া) গ্রামে স্ত্রীর কাঁচির আঘাতে দুলু মিয়া (৩২) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

নিহত দুলু মিয়া ওই গ্রামের মৃত শফি উদ্দিনের ছেলে। ঘটনার সূত্রপাত বুধবার (৪ জুন) সন্ধ্যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় দুলু মিয়া তার স্ত্রী মনি বেগমকে মোবাইল ফোনে কারও সঙ্গে কথা বলতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি স্ত্রীকে ফোনের নম্বরটি দেখাতে বলেন। কিন্তু মনি বেগম নম্বরটি মুছে (ডিলিট) ফেলেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন দুলু মিয়া। শুরু হয় কথা কাটাকাটি ও ধস্তাধস্তি। এক পর্যায়ে দুলু মিয়া খাটের ওপর পড়ে গেলে মনি বেগম ঘরের ভেতরে থাকা সেলাই মেশিনের পাশ থেকে একটি কাঁচি নিয়ে স্বামীর বাম কাঁধের নিচে ও বুকের সংযোগস্থলে আঘাত করেন।

আরও পড়ুন—

রক্তাক্ত অবস্থায় দুলু মিয়াকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকার পথে শঠিবাড়ি এলাকায় পৌঁছানোর সময় সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার জানায়, দুলু মিয়া ছিলেন একজন পরিশ্রমী দিনমজুর। অভাব-অনটনের সংসারে মোবাইল ফোন নিয়ে তৈরি হওয়া একটিমাত্র সন্দেহ কীভাবে একটি প্রাণ কেড়ে নিতে পারে, তা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, ‘এটি একটি পারিবারিক কলহের জেরে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা খবর পেয়েছি, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রতিনিধি/একেবি