images

সারাদেশ

হিলি স্থলবন্দরে ১০ দিন আমদানি-রফতানি বন্ধ

জেলা প্রতিনিধি

০৩ জুন ২০২৫, ০৭:২২ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রফতানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

সোমবার (৩ জুন) দিনাজপুর হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন

ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন দুই দেশের মাঝে সব প্রকারের আমদানি রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ১৫ জুন রোববার সকাল থেকে আবারও আমদানি শুরু হবে।

হিলি ইমিগ্রেশন ইনর্চাজ আরিফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টযাত্রী পারাপার অন্যদিনের মতো স্বাভাবিক থাকবে।

প্রতিনিধি/এসএস