মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ০৩ জুন ২০২৫, ০২:২২ পিএম

শেয়ার করুন:

ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ, নেপাল, ভারত ও ভূটান) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় পাসপোর্টধারী যাত্রীদের পারাপার ও অন্যান্য সরকারি কার্যক্রম স্বাভাবিক থাকবে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের আহবায়ক রেজাউল করিম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, কোরবানি ঈদ উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিন স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৫ জুন রোববার সকালে পূনরায় আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, ছুটি সংক্রান্ত একটি চিঠি গত ২৭ মে বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেশন, বন্দর কর্তৃপক্ষ, আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, বিজিবি, পুলিশ ইমিগ্রেশনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটির সময় নির্ধারণ করা হয়েছে। ১৫ জুন থেকে আবার বন্দরের নিয়মিত কার্যক্রম শুরু হবে।

ঈদের‍ ছুটির মধ্যে ইমিগ্রেশন কার্যক্রম চালু থাকার কথা জানিয়েছেন বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির।


বিজ্ঞাপন


তিনি বলেন, আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর