images

সারাদেশ

পঞ্চগড়ে কঠোর অবস্থানে সেনাবাহিনী, চলছে টহল ও নিরাপত্তা মহড়া

জেলা প্রতিনিধি

০৩ জুন ২০২৫, ০৬:৪০ পিএম

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে মব সন্ত্রাস, অপতৎপরতা, জন ভোগান্তি সৃষ্টি করে সভা সেমিনারসহ বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী সদস্য। জেলাজুড়ে চলছে টহল ও নিরাপত্তা মহড়া। 

মঙ্গলবার (৩ জুন) দুপুরে পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়ামের নেতৃত্বে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে এই টহল ও নিরাপত্তা মহড়া শুরু হয়।

received_1226085968889995

টহলটি পঞ্চগড় শহর থেকে পঞ্চগড় রেলওয়ে স্টেশন, ধাক্কামারা এলাকা, বোদা উপজেলা শহরের বিভিন্ন এলাকা, দেবীগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন এলাকা ও মোড়ে টহল দিয়ে নিরাপত্তা মহড়া চালায় সেনাবাহিনীর সদস্যরা।

আরও পড়ুন

বিজিবির অভিযানে ৮ লাখ ৬৮ হাজার টাকার চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ

এ সময় বোদা ও দেবীগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার ও সদস্যরা অংশ নেন।

received_739098885129769

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর জুবায়ের হোসেন সিয়াম বলেন, সেনাবাহিনী বর্তমানে মব সন্ত্রাস, অপতৎপরতা, জন ভোগান্তি সৃষ্টি করে সভা সেমিনারসহ বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। আমরা সব সময় জনকল্যাণে কাজ করছি।

প্রতিনিধি/এসএস